মোঃ কামাল হোসেন
———-
তুরা বেঈমান তুরা স্বার্থপর
তুরা মুখোশধারী শয়তান,
তুরা পাবি শাস্তি জ্বালাতন
পাবি জমদূতের কঠিন দর্শন।
তুরা ভন্ড মহা ভন্ড
তুরা দালাল গুপ্তচর,
তুরা পিচাশ আদম বেপারী
তুদের নাই কোন আপন পর।
তারা সবাই লোভী প্রতারক
গড়মিল কথা আর কাজে,
আউয়াল আখের সকাল সন্ধায়
তারা বহুরূপে সাজে।
তুরা শকুনের দল
তুরা ভন্ড মহা ভন্ড,
তুরা পাবি মরন যন্ত্রণা
চাই তুদের শাস্তি কারাদণ্ড।
তুরা হবি ধ্বংস নির্বংশ
তুরা হারাম খোরের দল,
তুরা জাতে বজ্জাত চাস সংঘাত
খাচ্ছিস জন্তু-জানোয়ারের মল।
মন্তব্য