মুকুল রাজ>>> ছোট্টবেলায় অবুঝ মনে বেড়াতাম ছুটে,
আজ হৃদয়ের মধ্যে কত যে স্মৃতি ওঠে ফুটে।
উড়ন্ত মনে আনন্দে কাটতো সারাবেলা,
কি যে দারুণ ছিল সেই ছোট্টবেলা।
মুক্ত মনে ঘুরতে যেতাম রোজ,
কোথায় যেন হারিয়ে যেতাম,রাখত না কেউ খোঁজ।
দিনগুলি ফুরিয়ে গেছে,স্মৃতিগুলো মনে আছে সবই,
হায় রে!আমার সোনালী সেই ছোট্টবেলা কই।
মেঠোপথে করেছি কত খেলা,
আজও মনে পড়ে সেই ছোট্টবেলা।
ছোট্টবেলায় ছুটেছিলাম অনেক দুর,
স্মৃতিগুলো ছিল যে কত মধুর।
পাখির মতো মনটা উড়তো নীলে,
সেই ছোট্টবেলায় ছুটতাম সবাই মিলে।
কদমতলা,উলিপুর, কুড়িগ্রাম
মন্তব্য