কলমে ঃ মোঃ আতিয়ার রহমান
খুকুমণি নয়ন মনি
সেই তো হলো জান
তার মধ্য দিয়ে আমার
বাড়বে মান-সম্মান ।
ভোর হলে খুকুমণি
উঠে পড়ে বই
তার মাঝে খেতে চায়
টাটকা টাটকা খই
বই পড়ে খুকুমণি
কোরআন পড়তে যায়
সু-শিক্ষায় শিক্ষিত হয়ে
জীবন গড়তে চায়।
লেখাপড়া মনের মত
যদি পারে করতে
জীবনের প্রতি ক্ষেত্রেই
পারবে খুকি লড়তে।
বিদ্যালয়ে খুকুমণি
নিয়মিত যায়
সঠিকভাবে করে পড়া
নিয়ম মত খায়।
অভিধানে পরাজয় বলে
এমন শব্দ নাই
প্রতিকূলতাকে করতে জয়
সচেষ্ট খুকু রয়।
মন্তব্য