রচনায়:প্রিয়াংকা নিয়োগী,কোচবিহার,ভারত >>>
_________________
একটি লেখা দিতে পারে রুপকথা,
করতে পারে চুপকথা,
গাওয়াতে পারে দিন দারিদ্রের গান,
আনতে পারে জীবনের সেরা সম্মান।
নতুন ভোরের ককিল কন্ঠি স্বাগতম,
এক ঝকঝকে তকতকে স্বপ্নের আনাপোড়ার
ভাবনা।
একটি লেখা দিতে পারে যুদ্ধের আহ্বান,
দিতে পারে শান্তি স্থাপনের বপন,
হতে পারে জীবন সমৃদ্ধির তাবিজ।
জীবনজয়ের গান,
নতুনের আহ্বান,
নতুন তরঙ্গের ধ্বনী,
দিতে পারে সময়ের গ্লানি,
রাখতে পারে প্রতিশ্রুতি,
হতে পারে বৈষম্য হ্রাসের প্রাতহ্রাস।
একটি লেখা হতে পারে ক্ষত শুকিয়ে যাওয়ার ওষুধ,
হতে পারে শীর্ষে পৌছানোর জোয়ালা,
মেলাতে পারে জীবনের ইচ্ছে,
দিতে পারে অভিনবত্ব।
একটি লেখা সম্পর্ক গড়তে পারে,
একটি লেখা সম্পর্ক ভাঙতে পারে,
মন বিষাদ করতে পারে।
জীবন যেমন গড়তে পারে,
তেমনি জীবন ভাঙতে পারে।
একটি লেখা হতে পারে কালজয়ী!
হবে তথ্য নির্বাহী বাহক।
একটি লেখা এনে দিতে পারে মনে প্রেম।
মন্তব্য