কলমেঃ মোঃ সুজা মিয়া।
মা একটা শব্দ নয় শুধু
অজস্র অজানা অনুভূতি,
মা যে আমার চলার পথে
লক্ষ অনুপ্রেরণার জ্যোতি৷
মা যে আমার মমতাময়ী
হয় না সন্তানের কভু পর,
সকল আপদ বিপদে মা
আগলে রাখে জনম ভর৷
সন্তানের অমঙ্গল হয় যদি
পৃথিবীর যে কোন প্রান্তরে,
মায়ের মন যে জানে শুধু
সকল মানুষ জানার আগে।
নিজের জীবনের বিনিময়ে
যদি সন্তানের মঙ্গল হয়,
নিজের জীবন ত্যাগ করে
কোন প্রকার স্বার্থ ছাড়াই।
মায়ের মতো হয়না কেহ
এই সুন্দর পৃথিবীতে ভাই,
সর্বদাই কল্যাণকর মা যে
সন্তানের এইজীবন ধারায়৷
মন্তব্য