এম.শিবলী সাদেক (কক্সবাজার) :>>>
কক্সবাজারের পেকুয়ায় ফুটবলর ঝগড়াকে কেন্দ্র করে হামলা চালিয়ে দুই নারীপুরুষকে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।মঙ্গলবার (০৬ জুন) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মগনামা ইউনিয়ন চাঁন্দার পাড়া এলাকার এ ঘটনা ঘটে।আহতরা হলেন, একই এলাকার হাসন আলীর স্ত্রী বিয়াশা বেগম (৬৫) ও মৃত মোক্তার আহমেদের ছেলে জিয়াউর রহমান (১৮)। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।আহত জিয়াউর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করতে দেশীয় তৈরি বন্দুক ও দা-কিরিচ নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তৈয়ব, জমির হোছন (পুতু), জিয়াবুল, মোহাম্মদ হোছন, আবুল হোছন, মাহমদুলু করিম ও জাহেদসহ ১০-১২ জন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। হামলাকারী তৈয়ব ও জিয়াবুল দেশীয় তৈরি বন্দুক নিয়ে হামলায় অংশ নেয়।আহত বিয়াশা বেগম বলেন, আমার ছেলে বিকেলে বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে যায়, ওখানে তাদের মধ্যে ঝগড়া হয় এনিয়ে সন্ধ্যায় আমার বাড়িতে তৈয়ব, জিয়াবুলের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী বাড়িতে এসে হামলা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দা বলেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য