এিশাল উপজেলা প্রতিনিধি মো:সোহেল রানা>>> ২৭-০৯-২৪ তারিখ রাত আনুমানিক ১:৩০ এ বাগান টানপাড়া তাইজুূদ্দিনের গ্যারেজ থেকে ৩টি সিএনজি চুরি হয়েছে এই নিয়ে এিশাল থানায় একটি অভিযোগ মামলা করা হয়।আজ ১০দিন হয়ে যাচ্ছে এখনো কোন সন্ধান পাওয়া যাচ্ছে না তাই এই নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাগান টানপাড়া চেয়ারম্যান বাড়ীমোরে সিএনজি মালিক ও ড্রাইভার ও শ্রমিকরা একটি মানববন্ধন করেন।তাই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।ঘটনাস্থলে এিশাল থানার ভারপ্রাপ্ত ওসি এসে সিএনজি মালিক, ড্রাইভার ও শ্রমিকদের সাথে কথা বলেন এবং সিএনজি দুত বের করার আশ্বাস দেন, তারপর পরিস্থিতি ও গাড়ি চলাচল স্বাভাবিক হয়।এবং ওই এলাকাবাসি পুলিশ প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করেছেন সিএনজি গুলো উদ্ধার করা জন্যে।
মন্তব্য