মোঃ মোস্তফা কামাল , কুড়িগ্রাম প্রতিনিধি >>>
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে ফকির মোহাম্মদ কাসেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাতা কলমে মোট শিক্ষার্থী ২১২ থাকলেও বাস্তবে ৬জন শিক্ষার্থী নিয়ে পাঠদান চলছে। গত রোববার স্কুল চলাকালীন সময়ে অত্র স্কুলে উপস্থিত হয়ে দেখা যায়, শিক্ষকরা ক্লাসে না গিয়ে অফিস রুমে বসে খোস গল্পে ব্যস্ত সময় পার করছেন। এসময় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সহকারি শিক্ষিকা শারমিন আক্তার ও আরেফা বেগম তড়িঘরি করে ক্লাসে চলে যান। কিন্তু শিক্ষকদের গাফিলতির কারণে অত্র বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নড়বরে হয়ে পড়েছে। এর বাস্তব প্রমাণ মেলে তৃতীয় শ্রেণিতে ২ জন, চতুর্থ শ্রেণিতে ৩জন এবং পঞ্চম শ্রেণিতে ১জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন এর সাথে কথা বলতে চাইলে তিনি উত্তেজিত হয়ে যান এবং অশালিন ভাষায় কথা বলতে থাকেন।এ বিষয়ে উলিপুর প্রাথমিক শিক্ষা অফিসার এর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য