রিপোর্টঃ ইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার এবং আশিফ শাহরিয়ার রাজিব >>>মিলানে খোলা পার্কে অস্থায়ী শহীদ বেদীতে বাংলাদেশের সাথে মিল রেখে রাত ১২.০১ মিনিটে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।প্রথমেই বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান এর পক্ষ থেকে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়, এরপর লোম্বার্দিয়াআওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।অনুষ্ঠানে ভাষা সৈনিকদের গভীর ভাবে স্মরন করে ও প্রবাসী নতুন প্রজন্মের প্রতি বাংলা ভাষা শিক্ষার গুরুত্ব আরোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ।ভাষা শহীদদের স্মরণ করে বক্তব্য রাখেন লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ শিপন,আকরাম হোসেন,জামিল আহমেদ,চঞ্চল রহমান, রিয়াজুল ইসলাম কাওছার, তাঁরা মিয়া, ইব্রাহিম আলী,সিরাজ খালাসি, মজিবুর হাওলাদার,পলি আক্তার,মুনসুর খালাসি,হাজি সেলিম, দুলাল,জাসিম আহমেদ,রুহুল আমিন রাহুল, তাজুল খান,তারেক,হারুন,কাইয়ুম সহ আরো অনেকে। এসময়ে উপস্থিত ছিলেন শ্রম কনসাল সাব্বির আহমেদ,ভাইস কনসাল এ এস এম তাজ উল ইসলাম ও কনস্যুলেট কর্রকর্তা সহ মিলান আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিকবৃন্দ।
মন্তব্য