রিপোর্টঃ ইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার>>> গত বৃহস্পতিবার সকালে কমুনেদি মিলানোর একটি হলে অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। সেমিনারের মূল প্রতিপাদ্য তুলে ধরে আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের আয়োজক মিলানের প্রাদেশিক প্রাপ্ত বয়স্ক শিক্ষা কেন্দ্র- C. P. I. A 5- এর প্রিন্সিপাল (Pietro Cavagna) পিয়েত্রো কাভাগনা।এবং কমুনে দি মিলানো পাঁচ এর কাউন্সিলর বিভাস চন্দ্র কর মন্ত্রিল।বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি নিয়ে আলোচনায় অংশ নেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি সংবাদিক রিয়াজুল ইসলাম কাওছার।ইতালিয় ভাষা গত দক্ষতা অর্জন বিষয়ে আলোচনায় অংশ নেন ব্যবসায়ী সারাফাত ইসলাম ডলার,সুমাইয়া,উমা কর্মকার সহ আরো অনেকে।এছাড়াও সেমিনারে অংশ নেয় কমুনে দি মিলানোর ইমিগ্রেন প্রতিনিধি,বাংলাদেশী শিক্ষার্থী ও বিশিষ্ট জন,ইতালীর মিলান ইউনিভার্সিটির শিক্ষার্থী, চাইনিজ,শ্রিলংকা,পাকিস্তান,মরিসাচ,সহ আফ্রিকার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি গন।মূলত বাংলাদেশ কে ইতালিয়দের কাছে পরিচয় সহ ইতালিয় ভাষা গত দক্ষতা বৃদ্ধি করন সহ ইতালি এবং বাংলাদেশের সংস্কৃতি পারস্পরিক পরিচয়ের মাধ্যমে ভ্রাতৃত্ব বোধ,বন্ধুতা ও সখ্যতা গড়ে তোলার লক্ষ্যেই করা হয় এই আয়োজন।এই সেমিনারের মাধ্যমে ইতালিতে এগিয়ে যাবে বাংলাদেশী কমিউনিটি এমনটি প্রত্যাশা আয়োজকদের।
মন্তব্য