কলমে নাজিয়া আফরিন >>>
……………………………
কত কঠোরতায় কোমল প্রাণকে দিয়েছো শুধু ধিক্কার
শাসনে, বারণে, রনচণ্ডে হুংকার করেছো বারেবার
অবলা, অসহায়, মায়াবতী রূপে যতই চেয়েছি কোল
কঠিন হয়ে হয়ে মনেতে দিয়েছ আঘাতেরই দাবানল
কৃত্রিম রাগ আর অকৃত্রিম ভালোবাসা বুঝেনি তো কোনজন
পৃথিবীর জটিলতায় ভেসে যেন না যাই তাই এতো আয়োজন
কেমনে বোঝাই মা, মাগো মা ও মা, পারিনা তো পাথর হতে
পাহাড়ের তলে বয়ে যায় জল নিরবধি ঝরণা পথে
পারিনা তো ভুলে যেতে, পারিনা তো জটিল হতে
যে পথে সরলতা, যে পথ ছায়াতে ঢাকা সেই পথই টানে মোরে
শ্যাওলামাখা ভেজা মাটি অহং এর সূর্যের চেয়েও টানে জোরে
এতো যে শিক্ষা দান, এত যে কলতান, এত যে বাস্তবতা
ধকলের পর ধকল সয়ে, রাত্রিতেই নিরবতা
মায়েদের সুখ মরনের পরে সন্তানের স্বাবলম্বিতা
এদিকে আমার ক্ষয়ে যাওয়া হৃদ, ওদিকে ধরার সফলতা
মা গো মা, আর পারিনা, অভিনয়ে ঢাকা মুখ
পারিনা কঠোর হতে, পারিনা ভুলে যেতে, অসুখেই যেন সুখ
হৃদ গহীনের ক্যান্সার কেন ছড়াচ্ছে সারা দেহে?
অশ্রুতে ঝড়ে শুধু বেদনা, ইচ্ছেরা স্নেহ খোঁজে..
মা গো ইচ্ছেরা স্নেহ খোঁজে…..
মন্তব্য