কামরুজ্জামান
ডাকছে আয় মুসলমান
শক্ত কররে ঈমান
হৃদয়কে কর মহিয়ান।
অন্যায়ের রশি টেনে,
ইসলামের ঝান্ডা নিয়ে
মুসকিল করে আছান।
আয় ছুটে ও মুসলমান
ছুটে এক আয় মরুতে
কালিমার বিজয় দিতে।
চলো ও মুসলমান।
সিজদাহে যারে মানি
মহান তারেই জানি
অন্যায় দুমরে দিতে
ছুটে আয় মুসলমান।
দিনের বিজয় দিতে
রবকে খুশি করে
ভেদাভেদ ভুলে গিয়ে
আয় সব এক কাতারে৷
মন্তব্য