জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের ছাদ ভেংগে স্কুল ছাত্রী আহত হয়েছে।সোমবার ২৯ এপ্রিল বেলা সাড়ে ১১ টার দিকে ৮ ম শ্রেণির ছাত্রদের কক্ষে ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের ছাদ ভেংগে পড়লে ৮ ম শ্রেণির ছাত্রী আফসানা আহত হয়।এসময় শিক্ষক সহ আফসানার সহপাঠীরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয় এবং ওই সময় সকল শিক্ষার্থীরা শ্রেনী কক্ষ ত্যাগ করে।ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী আলমগীর হোসেনের সাথে কথা হলে তিনি বলেন আমি ৮ম শ্রেনিতে ক্লাস নিচ্ছিলাম ইতি মধ্যে ছাদ ভেংগে পড়ে আফসানা আহত হয়।অন্য ছাত্রদের দ্রুত ওই ভবন থেকে বের করে দেয়।তারপর আফসানাকে চিকিৎসা দেওয়া হয়।এঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নির্মল কুন্ডু সংগে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন আমি বিদ্যালয়ের কাজে লোহাগড়ায় ছিলাম আহত ছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে।২য়ত যে ভবনে ক্লাস চলছিলো ওই ভবনটি খুবই জরাজীর্ণ।এনিয়ে পত্রিকায় লেখালেখি হয়েছে এবং নতুন ভবন নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আবেদন দেওয়া হয়েছে। এখন থেকে ওই ভবনে কোন শিক্ষা-কার্যক্রম চলবে না।লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভুইয়া বলেন ঘটনা শুনেছি ঝুঁকি পূর্ণ ভবন হলে শিক্ষা কার্যক্রম বন্ধ করে অন্য ভবনে সিফট করতে বলেছি।এবিষয়ে প্রোকৌশল বিভাগ ভালো বলতে পারবেন।
সরদার রইচ উদ্দিন টিপু
নড়াইল
০১৯২১-২৫০১২০
মন্তব্য