আনোয়ারা প্রতিনিধি >>> আনোয়ারা মাহাতা পাঠনীকোটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন,একটি সভ্য সুন্দর বিজ্ঞানভিত্তিক বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে জ্ঞানের কোন বিকল্প নেই। আজকে যারা শিক্ষার্থী আগামী দিনে তাঁরা দেশ ও সমাজ গড়ার কারিগর। শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এস.এস.সি পরীক্ষা ভালো লেখা পড়ার পাঠ গ্রহণ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে উত্তীর্ণ করে বৃহত্তর জ্ঞান অন্বেষণের জন্য ছাত্রছাত্রীদের ছড়িয়ে পড়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহ্মুদ। ১৩ ফেব্রুয়ারি ‘২৪ইং মঙ্গলবার আনোয়ারা উপজেলার মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, জীবনে সফল হতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিসের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মো. ছবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. নুরুল হুদা চৌধুরী, ইউ.পি সদস্য মোরশেদ হোসেন, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুল আলম, সাবেক ছাত্রনেতা আহকাম ইবনে জামিল মিশন, শিক্ষক মৌলভী আব্দুর রহিম, কল্যাণ ভট্টাচার্য্য, সুকুমার দাশ, পল্লব কুমার দাশ, চম্পা মুৎসুদ্দী, সায়েস্তা বেগম, শহিদুল আলম, তনু সরকার প্রমুখ।
মন্তব্য