কলমে :-নাজিম উদ্দিন।
তং:-২২/০৪/২০২৪খ্রিষ্টাব্দ।
**************************
গ্রামাঞ্চলে দেখা যায়
আইলা চোরার বাপ,
আইল কেটে বাড়িয়ে নেয়
নিজের জমির মাপ।
পাশের জমির মালিক এসে
রাগারাগি করে,
আইলা চোরা হাতের বাঁশ
উঁচু করে ধরে।
হাতাহাতি মারামারি
তখন লেগে যায়,
বাঁশের মার খেয়ে কারো
রক্ত বের হয়।
হাসপাতালে ভর্তি হয়ে
মামলা ঠুকে দেয়,
এই সুযোগে গ্রাম্য দালাল
কিছু হাতিয়ে নেয়।
আদালতের বারান্দায়
প্রায় যেতে হয়,
সহায় সম্বল বিক্রি করে
উকিলের ফি দেয়।
এভাবেই দুই পক্ষ
সর্বস্বান্ত হয়,
গ্রাম্য দালাল ভয়ংকর
জানিও সর্বদায়।
———————————
মন্তব্য