সাদেকুল ইসলাম।
প্রিয় নিমপাতা,
আশা করি কালের বিবর্তনের সাথে তুমিও বদলে গিয়ে ভালো আছো।
আসলে বাস্তব জীবনে আমরা কত কিছুই আশা করি, কত কিছুই স্বপ্ন দেখি, কিন্তু পরিস্থিতি ও পরিবেশ আমাদের বদলে ফেলে। কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত নিতে বাধ্য করায়। এতে করে হয়তো কেউ খুশি হয়, আবার কেউ কষ্ট পায়। যে খুশি হয় তার সে খুশি স্থায়িত্ব হয়না। আর যে কষ্ট পায় একটা সময় সেও কষ্টকে মেনে নেয়। তাই জীবনে চলার পথে আমাদের কিছু ভুল নিজেদের শেষ করে দেয়, দমিয়ে রাখে আমাদের চেতনাকে। অপরিপূর্নতাই থেকে যায় কিছু কিছু সম্পর্ক। হোক সেটা ভালবাসা কিংবা অন্য কিছু।
ভালো থেকে সবসময়।
এস.ইসলাম।
২৩ ফেব্রুয়ারী-২০২৪
মন্তব্য