মো কামরুজ্জামান
সময় ফুরিয়ে এল
সূর্য নেমেছে পাঠে
দীর্ঘ পথ পারি দিতে হবে,
কড়ি নাই মোর হাতে।
খেয়ালী মনে এলোমেলো হয়েছে
মোর জীবন!
কি নিয়ে ফিরবো সেথায়,
ভাবি আমরণ।
রিক্ত হাতে একলা মনে
ভাবি নিরালায়,
কেমন করে যাবো ফিরে
ঐ পাড়ের আলায়!
হেলায় খেলায় কাঠিয়েছি ক্ষন
কত রঙ্গের বেশে
বেলা শেষে কেহ
এলো না মোর পাশে!
মাথায় চেপেছে প্রেতাত্মা
হৃদয়ে কালো মেঘ!
ভুলে গেছি খোদাকে মোর
নফসকে দিয়েছি ভোগ।
দুনিয়া মোর সবচেয়ে দামী,
কাটবে নাতো ভোর।
মিথ্যাকে করে বিশ্বাস,
করেছি সত্যকে পরিহাস।
খেলায় কেটেছে কৈশোর
যৌবন কেটেছে রসে;
খোদাকে গিয়ে ভুলে ,
প্রেতাত্মা পেয়েছে দোষে।
মন্তব্য